- হাতেখড়ি- নির্বাচিত লেখা
শিখর সমতল হলে-সুজয় বসু ঠাকুরতা
শিখর সমতল ও মসৃণ হলে পিছনের যাত্রীকে কাঁটা বেঁধাবার অধিকার জন্মায় বুঝি কখনও কখনও।। শিখরের গভীরে খনিজ আকর মানুষের মঙ্গল- ইয়েতি তিষ্ঠবে কতদিন???? বিরল কোষের কোমরবন্ধ, নোয়াপাতা ভুঁড়ি মুরুব্বীয়ানা, কারসাজির উপহার... এসব নিয়ে চলতে চলতে, কথার মুখোশ আর বেসুরো দোতারায়

নির্মম সত্যের মোড়কে স্তবক, পরিপার্শ্বে স্তব্ধ করে নিজেকে জাহির...।।
এভাবেই গাড়ি ছোটে, এভাবেই ফুল ফোটে এভাবেই যন্ত্র- রথের ধোঁয়ায়্ , দূষণ- বর্জ্যে ফুলের সুগন্ধ নিঃশেষ হয়;; মসৃণ পথছায়ায় হলুদ পাখী উরে যায়, বৃক্ষডালে পালক ছরিয়ে বসে হাড়গিলা...।
এভাবেই কোমরে হাত রেখে কেউ, তর্জনি-আঙ্গুলি ভুলে প্রবৃতি- মুখ বন্ধ করে দেয় এভাবেই কিছু গন্ধহীন ফুল জন্ম নেয় আর সেই ফুল যখন জল- রোদ- হাওয়ায় বেঁচে থাকে, তারা মানুষের ঘ্রান শুষে নেয় চিনে নেয় নিজের সঠিক manufacturer এভাবেই কিছু পাখী পুরোনো বাসার মায়া ত্যাগ করে উটের পিছনে ছোটে নতুন বাসার বার্তা দিয়ে কিছু ফুল ফোটে হয়ত ----- আরেকটি মরূদ্যানের কথা মনে রেখে --- গদ্যময় অতীতকে আরেকবার পিছনে ফিরে দেখে ।