অপেক্ষা-গার্গী চ্যাটার্জী
ফিরবে সে ও ফিরবে,
আস্তে আস্তে সব পাখি
ফিরে আসে নীড়ে...
দিনের শেষে ক্লান্ত বেশে,
নয়ন মুদে আসবে যখন ;
আরামের ওই সুখটুক সে
তোমার কাঁধেই মিলবে।

ফিরবে সে ও ফিরবে,
যেমন করে হারানো পথিক,
খুঁজে বেড়ায় অচেনা গলি;
তেমন করেই ঠিকানা তোমার,
হঠাৎ বুকে বিঁধবে।
ফিরবে সে ও ফিরবে,
আষাঢ়ে মেঘে আঁধার হলে;
গা ছমছমে বুক কাঁপালে,
শক্ত করে নরম আঙুল
তোমার স্পর্শ খুঁজবে।
ফিরবে সে ও ফিরবে,
শেষ ঠিকানা সেই হবে তার,
একূল ও কূল সব ভেঙ্গে যার,
মিলনতিথির নাগরদোলায়,
স্বর্গ সুখে মত্ত হবে...
প্রাণের মানুষ প্রাণের হদিশ,
সেই দিনেতে মিলবে...
নিশুতি রাতে একলা পথে,
তোমার সাথে ছুটবে...
অনেক দূরে ছুটবে... স্বপ্ন দেখার শেষে,
রয়ে যাবে রেশ এ। ফেরার আর মেলার
অপেক্ষার আশে।।