top of page

পথিক , তোমায় - সৌম্য তথাগত

Updated: Sep 17, 2020



যে ফকির দরবেশ খোঁজে একা

তমসা-ঘন রাতে তাঁর বৈষ্ণবীকে দেখা ;

যদি সে ফকির বলে ভাব ,

তবে “সৌম্য” বলে ডেকো।


যে পাখির অজানা ডালে নীড়,

যে পাখি অযথাই অস্থির ,

যে পাখি নিখিলের নাগরিক ,

তাকে তুমি ,

“তথাগত” বলে ডেকো।


আমার মৃত্যু পরে

যদি এমনই কোন ক্ষণে ,

যে স্মৃতি আনন্দ দান করে ,

আমায় তুমি সেদিন না হয়

“নিজের” বলে ডেকো।।



Image used for Illustration © www.hatekhori.net (2020)

Poem "Pathik Tomar" © www.hatekhori.net (2020)

Read on the Go. Download our app now : Click Here


0 comments
bottom of page