top of page

ফেরা- সুব্রত সুর

Updated: Jul 7, 2020

"অত জোরে যেছিস কেনে " সামনের লোকটা মাথা ঘুরিয়ে খেঁকিয়ে ওঠে "হালার পুত সেই দেশের ভাষা।যাচ্ছিস্ বলতে কি কষ্ট হয়"। প্রথম জন নিরুত্তর ।

কি নির্জন এই রাজপথ!কত দিন আগে এসেছে এই দেশে অভাবের তাড়নায়।দুপাশে নিস্তব্ধ জনপদ। কত কত পাখীর মেলা সবুজ হরিয়ালী। চারিদিকে বসন্তের সব আয়োজন তবু ঘরে ঘরে অদৃশ্য কপাট।

ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে বাবর আলী আকাশের দিকে তাকায়। এতো নীল রঙ সাদায় মেশানো দেখা হয় নি কখনো, প্রকৃতি যদি এতো সুন্দর তবে মানুষের এতো অসুখ কেনে।

মহিম হালদার পেছন থেকে জামা টেনে ধরে।চোখে অপার দুষ্টুমি। কতদিন পর দেশে ফেরা,সেই চেনা মুখ, পরিচিত জনপদ , আত্মীয় স্বজন।

কিন্তু কত কত দূরের সে পথ গাড়ী নেই ঘোড়া নেই অনেক যোজন। আজ নিয়ে তিনদিন পথ হাঁটছে ওরা পরিযায়ী অভাবী শ্রমিক। রেলস্টেশন এখনো অনেক দূর জন শ্রুতি গাড়ী ছাড়তে এখনও তিনদিন।

রুখ্খ চুল,মলিন মুখ অবিন্যস্ত বসন । তবু ঘরের স্বপ্নে হেঁটে চলে ওরা। ঘরে যে ডাগর চোখে বসে আছে সেই প্রিয়জন,চোখে নিয়ে অপার সংশয় ।



bottom of page