সুখী গৃহকোণ-গার্গী
মনোহর রূপমতী,
গুনবতী নয় সে,
লক্ষ্মীমন্ত - শান্তশিষ্ট,
বাকরুদ্ধ রয়ে সে।

রমণী এমনই হবে,
চাহিদা তাই সমাজের,
বুক ফেটে চূর্ণ হবে,
বিকিয়ে দেবে দাবি সে।
অশ্রুসিক্ত আঁখি তার,
উজ্জ্বল চাহনি,
লাজুক ভূষণ তার,
স্বভাবে সে গৃহিণী।
কড়া আর নোড়া তেই,
দমে রবে নীরবে।
পিষে যাবে, পিষবে না,
মিশে যাবে, মেশাবে না- সুখ আর স্বপ্ন —
ভুলে কভু গুলোবে না,
জবান না তরবারি,
নজর না হয় তীক্ষ্ণ!
বুদ্ধিতে বাজিমাত —
পোনা আর কাতলায়,
হাত ঘড়ি, ব্যাগ হাতে,
ছড়ি নয় হাতে তার!
দাপুটে সে কেবলই যে,
শিশুদের লালনে।
ঘর রবে জুড়ে বসে —
বাহির হবে স্বপনে।
জানবে না কেউ তাকে,
নিজ পরিচিতিতে।
গৃহিণী এমনই হবে,
সুখী গৃহকোণেতে।।
Painting by Jamini Roy used for illustration purpose