top of page

রবিবার-অচিন আগন্তুক

সকালটা শুরু দেরিতে, আলস্যে ভরা বিছানা ছাড়া;

ধোঁয়া ওঠা চায়ে সুখচুমুক।


বাজারের ব্যাগের নতুন প্রশ্ন, 'ওহে, ইলিশ কেজি কত?'

ফাঁকা ব্যাগের আর্তনাদে শুরু, রবিবারের বারবেলা।


স্নানের আসরে মেতে রবিবাসরীয়, গলা চেরা আর্তনাদে ভেসে;

মোহময়ী ফেনার মাঝে জেগে থাকে,

একপ্রস্থ নাক!


গরম ভাতে ইলিশের পাতুরি, স্বাদ গন্ধ যুদ্ধে মশগুল;

শেষ পাতে মোদকের দই, চোখবন্ধে বিস্মরণ।


অর্ধচক্ষে অচেতন, FM এর নির্দিষ্ট পথে এসে পড়ে,

খুব ভালোলাগা, SUNDAY SUSPENSE।


আড্ডাপথে বিকাল শেষে সন্ধে কাবার;

আবার শুরু নতুন দিন -


নতুন পথে ছয়টি হিসেব, বেঁচে থাকার আয়োজন।


তাও অপেক্ষায়, ফিরে এসো আমার প্রিয়;

রবিবার।

0 comments
bottom of page