যেন নতুন জন্ম হল-তৃষা চক্রবর্তী
Updated: Jul 14, 2021
যেন নতুন জন্ম হল, এইভাবে অপলক
তোমাকে দেখছিলাম-- পুরোনো সব ইতিহাস, বৃন্তচ্যুত ফুল অবেলার
সেসব গা থেকে ঝেড়ে
উঠে দাঁড়াচ্ছিলাম।
আর তুমি
সংশয়ে উচ্চারণ করছিলে
'হবে না। এ হবার নয়।'
অথচ তাই হল।
তোমার হাসি আর আমার কান্নায়
জগৎ চুপ রইল,
হাততালি দিয়ে উঠল সব্বাই।

Image used for Illustration Copyright : ©Hatekhori
Poem "যেন নতুন জন্ম হল" by Trisha Chakraborty © www.hatekhori.net (2020)
Read on the Go. Download our app now : Click Here