top of page

পৌষ-এর রোদ......সৌম্য তথাগত।।

Updated: Jul 17, 2020


সুখে-অসুখে দুখে-অদুখে

পোহাচ্ছে রোদ অলিন্দে...;


কিছু শহর তারে বসে আজ ,

কিছু শহর কার্নিশে;

বার্ধক্যের কুঁজো হওয়া কাঁধ

রোদ পোহাচ্ছে অলিন্দে।


ধর্মতলার প্রতিবাদী সুর

শহর সেখানে ভিড় করে,

ধরাকে-ই দেশ মেনে আজ

রোদ পোহাচ্ছে অলিন্দে।


আদতে সে সাম্যবাদী

রোদ যে কারুর একার নয়;

সবার উপরে জীবন সত্য

মরণ- ও তার মাথা ঝুকায়।


কিছু শহর তারে বসে আজ,

কিছু শহর কার্নিশে;

একটা শহর কলম হাতে

কাব্য লেখে অলিন্দে।...।

- সৌম্য তথাগত।।


Picture courtesy : Debolina Sur (Insta ID:https://instagram.com/shutterbug_s_soliloquy?igshid=m3itkg8foc5s)



1 comment
bottom of page