top of page

কবিতা বেড়িয়েছে পথে -নিশাচর

Updated: Jul 20, 2020


অসংখ্য কবিতা আনমনা,

যারা যারা আমাকে চাইছো না । ইস্

মুঠোতে ধরা দেবে আনারস পাবে ,

সবুজের বালুঝড়ে - নোনা স্বাদ তবে।

কাগুজে বাঘ আছে -আছে সন্ন্যাসীদের বাস।

আমার ঝুলিতে আছে -রমনীদের পরবাস ।

কবিতা বেড়িয়েছে পথে -মহাশয় সাবধান !

প্রেমিকা মুঠোতে বেঁধো-

পরকীয়া না যদি চান ।








Painting by Paul Klee

0 comments
bottom of page