top of page

নিরন্তর ...A CRITICAL REVIEW

Updated: Jul 20, 2020


আমি যখন শীলং এ থাকতাম ...চারিদিকে রাত হলেই সেই এক ঠান্ডার চাদর ...

আশেপাশে কেউ নেই , বাড়ির বিছানার উষ্ণ পরশ নেই,। ..অন্ধকার নামার পর কোনো শব্দ নেই ...এক নিঝুম নিরাকার নিরন্তর একলা বাঁচা ...যখন সেটা অভস্ত্য হয়ে আসে তখন দরকার এক ধমকে থামিয়ে দেওয়া নিরন্তর চলা চাকাটা।

নিরন্তর ছবিটা খুব সুন্দর ভাবে বয়ে চলে। পাহাড় চরাই,পরিচিতি , কথা শুরু , তারপর কাছে এসে হারিয়ে যাওয়া আর আঁকিবুকি পাহাড়ের রাস্তা দিয়ে নেমে চলা , অবিরত বৃষ্টি তারপর সমতল। নিরন্তর ভালো রাখার চেষ্টা, ভালোবাসার চেষ্টা ,কখনো কখনো কোনো সম্পর্কে ফেরাটা খুব মুশকিল হয়ে যায় ,কথা বলাটাই তখন নিরন্তরতায় বিচ্ছেদ।

সিগারেট এর ধোঁয়া আর দূরে উবে যাওয়া কলকাতা , আর বেঁচে থাকার একুয়ারিয়ামের বুদ্বুদে আমরা একইরকম নিরন্তর ,,,ভালোবাসা নামানা, একগুঁয়ে। আবার হঠাৎই ভালোবাসায় ভরিয়ে দেওয়া একটা শিশু এক মুঠো বৃষ্টি একটি গান কিংবা একটা গল্প ...

এক কথায় বললে -প্রসেনজিৎ অনবদ্য-নীরবতায়, এক্সপ্রেশন এ নিরন্তর।

#chandrashish Roy Bravo ! #Critical

#Nirontor #moviereview

https://www.facebook.com/Criticalcritic2017/posts/669430713675636



bottom of page