মরীচিকা - সুব্রত সুর
Updated: Sep 6, 2020

কুয়াশা ঢেকে আছে
শীতের সকাল।
অস্পষ্ট তুমি-আমি,
গাছের অবয়ব,
অলস রোদ থমকে গেছে
কুহক মায়াজালে।
বিদ্রোহী চোখ খোঁজে মরীচিকা,
শিশিরের অনুভবে।
আজীবনকাল এভাবেই
খুঁজি আত্মীয়-বান্ধব,
মনের কাছাকাছি
কেউ।
ঘড়িতে সময় সরে সরে যায়
পেন্ডুলাম ছটফট করে,
পাকদন্ডী ছুঁয়ে উড়ে যায় চিল,
ফড়িঙের ডানায় রক্তাক্ত পরাগ,
চাঁদ ছুঁয়ে থাকে ওদের।
সময়ের সাথে সমসাময়িক
কেউ।
ক্যানভাসে মেঘ,কুয়াশার ছায়া,
আধো আধো চোখ,
ভীরু চাউনিতে-
স্থির হয়ে আছে তুলির টান।
এই খুঁজে যাওয়া সময়ের সাথে
একদিন পাথর হয়ে যাবে
কেউ।
বিছানার পাশে সারারাত
ঘুম জেগে আছে,
টলোমলো পায়ে ভালোবাসা খোঁজে
কেউ।
যত হাত মুছি
স্যানিটাইজারে, ভয় ছুঁয়ে
আছে ছায়া-শরীরে,
কুয়াশায় হাত বাড়িয়ে
জীবন খোঁজে
কেউ।
Picture used for illustration : Copyright of Soumya Tathagato Sur.