top of page

মধ্যবিত্ত স্বপ্ন- সায়ন বোস

Updated: Aug 24, 2020

এক ঝলক রোদ এসে -

ঝাঁপিয়ে পড়লো খোলা জালনার ফাঁকে ...

কিছুক্ষন আগেই এক মধ্যবিত্ত স্বপ্নের -

মৃত্যু হয়েছে ।

বাসি মরার ওপর রোদ পরে

উত্তাপ দিতে চেষ্টা করছে ।

কিন্তু ও মৃত ,

মদ্ধবিত্ত স্বপ্নদের বাঁচতে নেই -

দিনের আলোয় ওদের ঠাঁই নেই ,

রাতের অন্ধকারে , অলিতেগলিতে ঘোরে -

নিশীথ বন্ধুর আশায় .....


Picture used for Illustration : Flickr:

Labelled for Reuse with Modification

bottom of page