top of page

পরাজিত - অচিন আগন্তুক

যখন পেটে ছিল, তখন থেকেই মা ভেবে রেখেছিল সন্তানকে আত্মনির্ভরশীল বানাবে। ১০ মাসের কঠিন সময় অবহেলায় পার করেছিল এই আনন্দে। মেয়ের জন্মের পর তাকে সবরকম শিক্ষায় শিক্ষিত করেছিল মা। ভালো স্কুল, ভালো কলেজ, ইঞ্জিনিয়ারিং, ক্যারাটে, গান, আঁকা - একদম এলাহি কান্ড। সবে প্রথম হওয়ার পথে মেয়ে যেন এক গোধুলি ঝড়। গর্বিত মা। সময় যায়, এগিয়ে চলা পথে পেছনে ফেরার সময় কোথায় মেয়ের। কলেজ, চাকরি, বিদেশ - পর পর গন্ডি পেরিয়ে মেয়ে ধরাছোঁয়ার বাইরে। মায়ের ডাক ধীরে ধীরে মৃদু থেকে মৃদুতর হয়ে যেতে থাকে।


আজ নিস্তব্ধ মোবাইলের সামনে বসে মা। অপেক্ষা, শুধু অপেক্ষা। বিদেশে বড় চাকরি করা মেয়ে কখন একবার ফোন করবে। ফোনের ছবিটায় আঙ্গুল চলে অবিন্যস্ত। মেয়ের সার্টিফিকেট, মডেলে সাজানো আলমারির কাচটা আঁচল দিয়ে মুছে দেয় মা। উচ্চাকাঙ্ক্ষা বোধহয় মাকেই ভুলিয়ে দিচ্ছে মেয়ের মন থেকে। চোখ ঝাঁপসা হয়ে আসে।


স্বপ্ন বাস্তবের এই খেলার লক্ষ্যে পৌঁছেও নিজেকে আজ পরাজিত মনে হয় মায়ের।


0 comments
bottom of page