top of page

কবিতা বেড়িয়েছে পথে - নিশাচর

(প্রাপ্ত মনস্কদের জন্য)


অসংখ্য কবিতা আনমনা,

যারা যারা আমাকে চাইছো না-

ইস্

মুঠোতে ধরা দেবে - আনারস পাবে -

সবুজের বালুঝড়ে নোনা স্বাদ তবে।

কাগুজে বাঘ আছে -আছে সন্ন্যাসীদের বাস...

আমার ঝুলিতে আছে -রমনীদের পরবাস।

কবিতা বেড়িয়েছে পথে -মহাশয় সাবধান -

প্রেমিকা মুঠোতে বেঁধো-

পরকীয়া যদি না চান।


........................ 🌹...................................
























Images Copyright under Google creative common license.

Poem "কবিতা বেড়িয়েছে পথে" by Nisachar © www.hatekhori.net (2020)

Read on the Go. Download our app now : Click Here

0 comments
bottom of page