top of page

ক্ষণজন্মা...নিশাচর।


কত ভালোবাসা পুড়ে যায়-

ধর্মের তাপে:

কে রাখে খোঁজ তার!

পোড়া মন একা বসে হায়!

অন্ধের অভিশাপে,

মন ভাঙে, জোড়া কি লাগে আর!

গল্প সত্যি হলে,

ভগবান জন্মায়-

আর

সত্যিকে মিথ্যে মেনে নিলে -

ভালোবাসার মৃত্যু হয়...

একাকী।


#nisachar

#bengalipoetry


@Poetry Copyright @Hatekhori.net

Sketch may be used as under Creative common Right.

0 comments
bottom of page