আমি ঈশ্বরকে সব বলে দেব - অচিন আগন্তুক
Updated: Aug 24, 2020
'আমি ঈশ্বরকে সব বলে দেব' -
জীবনের শেষ কথা বলে গিয়েছিল শিশুটি,
তখন রক্তাত্ব সিরিয়া।
রক্তে মাখা হাতটা তুলে কাতরভাবে বাঁচতে চেয়েছিল;
কেউ পারেনি সেদিন।
ধ্বংসে তখন তোমার ছিল সুখ;
আনন্দ মৃত্যিমিছিলে।
হৃদয় বিদীর্ন আহ্বান শুনেছে ঈশ্বর,
আজ ফিরিয়ে নেওয়ার পালা,
নিজ সৃষ্টিতে বিপন্নের সমাগম;
যে পাখি আসে না তোমার কোলে,
যে পশু হারিয়ে ফেলে বন্য রাস্তা,
আর যে শিশু রক্তের স্বাদে সিক্ত;
তাদের কাছে আজ ফিরিয়ে দেয়ার পালা।
প্রকৃতি আজ বিদ্রোহী,
ক্ষুদ্র সৈন্য যখন যুদ্ধে ব্যস্ত;
সেজে উঠেছে আকাশ বাতাস।
সেই ধোঁয়া ছেড়ে নীল আকাশের হাতছানি,
বাঁচার রসদ জোগাড়ে চলছে বিপ্লব।
আর সারা পৃথিবী ভরা মানুষ,
অদৃশ্য শিকলে বন্দি অনেক অনেক মানুষ।
ঈশ্বর শুনেছে আর্তনাদ,
জবাব চেয়েছে সেই শিশুর হয়ে;
রক্তে মাখা অশ্রুতে,
শুধু একটাই শেষ অভিযোগ,
'আমি ঈশ্বরকে সব বলে দেব'..