top of page

হ্যালোসিনেশন-সুব্রত সুর

দু-হাতে শুকনো পাতা সরিয়ে

খুঁজে পেলে কি

ঈশ্বরের মুখ?

পুড়ে গেল চাঁদ, সূর্যের গুড়োয়।

কাঁদে দেবতা

জোনাকির আলোয়।

শুকতারার নিচে পশ্চিম আকাশে

ধূমকেতু সরে যায়

ছায়াপথ ধরে।



জ্বলে ওঠে ল্যাম্পপোষ্টের আলো,

এসে গেলো মধুমাস,

পুরোণো মদে

জমে ওঠে উৎসব।

উড়েছে ধূলো হ্রেষাধ্বনির সাথে।

কোন অশ্বারোহী

দ্রুত ছুটে যায় দ্বন্দযুদ্বে ,

ভালোবাসা পাবে বলে!


সূর্য প্রণাম ও গঙ্গা স্নান

সেরে ,অমৃত ভেবে যাকে

বুকে চেপেআছো,

সেই কি ঈশ্বর!

নাকি হ্যালসিনেশন।


Picture used for Illustration : Labelled for reuse with Modification.

bottom of page