আরব সাগরে ভোকাট্টা -নিশাচর
Updated: Jan 17, 2021
ঘুড়ি একটা ইমোশন , সুতোর পিঠে গিট্ - লাটাই হাতে ঢিলে পানটুল, চোখ তবে, আকাশ পানে ঠিক ।
কখনো টান, কখনো আবার একটু ছেড়ে - খেলাটা একটু প্রাপ্তবয়স্ক - সেই বয়সে ঘুড়ি লুটতে- ছুটছি হাপর বুকে - মাঝে সে হটাৎ ব্যালকনি তে - কয়েক মূহর্ত চোখের দৃষ্টি শেষে - তাই তখন যথেষ্ট ।
ঘুড়ি একটা আস্ত ইমোশন কড়া রোদের ছাদ । জাস্ট কিছু মুখে ঢুকিয়ে , মা পেছনে তবু পালিয়ে সুনীল বাবুর ছাদ ।
ঘুড়ি মানে ' বন্ধু ' তুমি ঘুড়ি মানে ভোকাট্টা , আজ আরব সাগরের তীরে বসে তোমার সবাই কাট্টা ।
ঘুড়ি একটা পুরোনো ব্যথা একটা কমপ্লিট ইমোশন , ঘুড়ি মানে আকাশ তুমি মুক্তির আরেক ইল্যুশন ।।।

Images used for Illustration under Creative Common License
Poem "Arab Sagore Bhokatta" © www.hatekhori.net (2020)
Read on the Go. Download our app now : Click Here