- হাতেখড়ি- নির্বাচিত লেখা
ঈশ্বর ও যুদ্ধ-সুধেন্দু আচার্য
Updated: Jul 19, 2020
ঈশ্বর একটি যুদ্ধ চেয়েছিলেন
বহুবছর ধরে এমন একটি যুদ্ধ চেয়েছিলেন-
যে যুদ্ধে একে অপরকে দোষারোপ করতে পারবেনা, এমনকি সয়ং ঈশ্বরকেও না,যেখানে কোনো বর্ণবৈষম্য থাকবেনা, একে অপরের ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করতে পারবেনা, একে অপরের গোত্রকে ছোটো চোখে দেখতে পারবেনা, ধনসম্পত্তি নিয়ে সংঘর্ষ করতে পারবেনা, ছোটো-বড়ো সকলে একে অপরের প্রতি সমন্বয় বজায় রেখে চলতে হবে, হিংসে বিবাদ থাকবেনা একঘরে বসবাস করতে হবে-"

ঈশ্বর বললেন যুদ্ধটা এমন হওয়া চাই-
অদৃশ্য বাতাসের তোড়ে ভেসে আসা যুদ্ধ, যে যুদ্ধটি কোনো একদেশে স্থির থাকবেনা, সারা বিশ্ব ধাপিয়ে বেড়াবে, যে যুদ্ধকে কেউ আটকানোর সাহস করতে পারবেনা, তখন পৃথিবীর সকল মানবজাতির মনে মনে শুধু একটি ধর্মই লালন পালন করবে আর সেটা হবে মানব ধর্ম-!
ঈশ্বর পণ করেছেন -
তিনি কিছুদিন নিরবতা পালন করবেন,
আর শুয়ে-বসে দিন কাটাবেন, প্রয়োজনে মাটির মুর্তি থেকে পাথরের মূর্তি ধারণ করবেন, তবুও মানব কুলের দিকে ফিরে তাকাবেন-না, ততদিনে মানুষ ধীরে ধীরে বুঝতে শিখবে ঈশ্বর ছাড়াও পৃথিবীও চলতে পারে, ঈশ্বর যখন সত্যি সত্যি মানুষের ভেতরে মৃত্যুর ভয়টুকু দেখতে পাচ্ছেন, তখন ঈশ্বর বললেন আমাকে আমার মতো থাকতে দাও, প্রকৃতিকে তার নতুন রূপে সাজতে দাও-!