গেহলট নামের ইতিকথা - নিশাচর
আজকে চলো যাওয়া যাক - গেহলট বংশের খোঁজে -রাজপূত বংশ গেহলট -আজ তাদেরই একজন অশোক গেহলট বর্তমান রাজস্থানের মুখ্যমন্ত্রী ।
আমাদের এই কাহিনীর সূত্রপাত রামায়ন । সত্যি মিথ্যের মায়াজালে না জড়িয়ে - রসাস্বাদনে যদি পাড়ি দিই ইতিহাসে -তাহলে এই বংশের মূলে পাবো লবকে -লব -রামের দুই ছেলের একজন-আমাদের খুব পরিচিত লব কুশ ।
অযোধ্যায় রামরাজ্য ছেড়ে লব একসময় পাড়ি দেন পশ্চিম পাঞ্জাবে -সেখানে তার ছায়ায় গড়ে ওঠে এক শহর- যাকে আমরা আজকে চিনি- লাহোর নামে-সেই লাহোরে তার পরবর্তী প্রজন্মের হাত ধরে শুরু হয় সূর্যবংশ ।

খৃস্টাব্দ দ্বিতীয় শতকের শুরুতে সেই বংশের এক রাজা যার নাম কনক সেন- তার হাত ধরেই স্থাপিত হয় বিজয়পুর,বিদর্ভ আর ভালা ।
এদের সবচেয়ে প্রতাপশালী রাজা ছিলেন শিলাদিত্য। কিন্তু সময়ের নিয়মে ইরানি এক সম্প্রদায়ের হাতে পরাজয় এবং মৃত্যু..না সূর্যদেব ও পারেননি তার পতন রোধে-
বংশের সবাই মারা পড়লেন-
কিন্তু ভাগ্যের চক্রে বাঁচলেন এক রানী -এই সময় এ তার গর্ভে জন্ম নিলেন গুহা । নামটা বড় অদ্ভুত কিন্তু নাম এর ইতিহাস তার জন্মস্থানের সাথে জড়িত- এক গুহায় জন্ম হয় তার- সেই প্রতিকূল পরিবেশে -মা মারা যান -এক ব্রাহ্মণী মানুষ করে তোলেন ।
জঙ্গলবাসি ভীলদের হাতেই হয় তার রাজ্যাভিষেক- কিন্তু রাজা হওয়ার পর সেকথা মনে রাখেন নি গুহা -শক্ত হাতে দমন করেন । ভীলদের ইতিহাস তার সেই বিশ্বাসঘাতকতা ভোলে নি-থাক সে গল্প অন্য একদিনের -তার পরবর্তী বংশের রাজারা গ্রহণ করলেন নাম গাহিলট-মানে গুহার থেকে -সময়ের ব্যবহারে বদলে তা হলো গেহলট।
সেই গেহলটরা আজও রয়ে গেছেন ক্ষমতার অলিন্দে।
সেই রামও নেই আর সেই অযোধ্যাও নেই -কিন্তু আজো ভারতের রাজনীতির প্রাঙ্গনে সমান প্রাসঙ্গিক-।
আজ থাকুক এই অবধি -আবার যদি ইতিহাস বলে কিছু তোমাদের বলবো...অন্য কোনো এক গল্প ...কোনো রাজার বা কবির.. বা তোমার ।
Reference : Rebel Sultans -Manu S.Pillai