top of page

বড় শীত লাগে/অমৃতাভ বন্দ্যোপাধ্যায়

ভয়ের গায়ে হাত দিয়ে দেখেছি

সাপের শরীরী শীত

লেগে আছে যেন তাতে!

বড় ঠাণ্ডা লাগে।


কলিজা ভরে লোভ এলে-

মনে হয় শুকনো নেশার শেষে

বুক ফাটা তেষ্টার জল,

ঘটি উল্টে খেলেও

এক নলি বরফ শীতল সুতো

উদরে উধাও !

লাগে,বড় ঠাণ্ডা লাগে।

প্রবল অহংকারী হলেই দেখেছি,

মাঘ শীতে হঠাৎই

লেপ তোলা হিম-

প্রত্যঙ্গে জড়ায়!

লাগে,লাগে, লাগে

বড় ঠাণ্ডা লাগে।


আমি যখন মন্ত্রে বলি-

'দাও দাও,

আমাকে সব দাও

রূপ- ধন -যশ!'

আহা রে মোক্ষ লাভ!

নেশা লাগে যেন,

যন্ত্রে পেষা তুলতুলে সুগন্ধী বরফের শীত শীত

-মিষ্টি মিষ্টি স্বাদ !

বড্ড ঠাণ্ডা লাগে।


বারোমাস শীতমজা

মোহ রে আমার,

শীত ঘুম সেরে

খোলস ছাড়িস অহরহ-

নিপাট খসখসে!

সূর্য আছে।

তবু যে নির্ভার নিরুত্তাপ

হিম মেখে আছি।

চারিপাশে আঁটি খসা

সোনা রং তুষ,

ধান কাটা মাঠে মাঠে

খড়ের অলপনায়-

আমারই শীতের শরীর যেন-

জীবনানন্দ হয়ে শুয়ে আছে!

আছে তার পিঠের নিচে

অনন্তে মেলে না সে-

মোহ ও মোক্ষের সমান্তরাল

মেদ মাংস রক্তে মাখা

ধারালো ভারচুয়াল ট্রাম -লাইন,

সেইই বুঝি শীত-ফাটা

খড়ি ওঠা মাটি,

খর্বাকার মানব জমিন...


বড় ঠাণ্ডা,

বড় শীত লাগে!






(Image: Copyright) Guilty-Katerina Apostolakou

Source : Fine Art America.

bottom of page