জীবিত না মৃত-সুজয় বসু ঠাকুরতা
মৎস্য তুমি জীবিত না মৃত ? তার জবাব যে জলাশয় , চোরের মায়ের বড় গলা , কপটতাই তাই শেষ আশ্রয় , চালুনি করে ছুঁচের হিসেব , স্বার্থপর তুই, কষ্ট হয় ... ডাক্তারের যে বেতন ভারী,আর কোথায় তুমি ??
শিক্ষক মহাশয় ! শিক্ষা যখন মুনাফাখোর, তখন ই যে সে হয় "পরাজয় " মনের খেলা , টাকায় মেপে , শুরু করো সেই নতুন hello,hi ... স্বপ্ন-কেনা , স্বপ্ন-বেচা , যে বেজায় কঠিন , শেষ সময় , লালনকথা ,আসল কথা,শিবশ্লোক ও ঠিক তাই সুধায় , চিত্ত যেথা সম্পুর্ন ভয়শূন্য , কণ্ঠ হবেই অতিকায় , তাই জ্ঞানের ঝুড়ি , clan এ রেখে, শান্তিপূর্ণ দাও বিদায় ।।।

Image for illustration Re-modified under Copyright Privileges.