
চেতনা-অচিন আগন্তুক
সংখ্যা বেড়েছে নিজের পথে,
এসেছে বিষাক্ত বলয় তোমার চলার সাথে;
ভালোথেকো, বক্তব্যে বেহিসেবি আনন্দ আমার ঘরে।
একটি প্রাণ নিয়ে চলে আদানপ্রদান,
কিংবা এক আক্রান্ত এখন, স্তব্ধ সময় বন্ধ ঘরে,
অথবা, বেঁচে ওঠার অবরুদ্ধ লড়াই।
কলকাতা লড়ছে, হাসপাতাল ভরছে;
জেগে উঠছে তোমার আমার, যান্ত্রিক চেতনা।
বিষের শতকে বাস আমাদের,
ধোঁয়ার আঁচড়, জীবাণুর কামড়;
তাও লড়াই চলছে অদম্য।
আদিম থেকে স্বাধীন হাওয়ায়,
আমার তোমার একমুখী নিঃশ্বাস।
ভালো থাকার সঙ্গী মুখবন্ধ,
মুখোশের আড়ালে অনেক অচেনা মন।
কলকাতা লড়ছে, হাসপাতাল ভরছে;
জেগে উঠছে তোমার আমার, যান্ত্রিক চেতনা।
শুধু সুখী বন্য অরণ্য,
নেই নতুন গাছের মৃত্যু; নেই নামানুষের কান্না।
তবুও চলুক এ বন্ধন,
কিছু প্রাণ বাঁচুক ডাক্তারের কোলে,
আর কিছু বাঁচুক প্রকৃতির বুকে;
বেঁচে চলুক পৃথিবী, জিতে উঠুক পরিবেশ।
কিন্তু, আজও;
কলকাতা লড়ছে, হাসপাতাল ভরছে;
জেগে উঠছে তোমার আমার, যান্ত্রিক চেতনা।