top of page

বিপাশা.... সৌম্য তথাগত

Updated: Jul 20, 2020



নদী-নারী

না নারী-নদীর বেশে...,

বইছে কোমল

আমায় ভালবেসে;

কত বশিষ্ঠ

শুনেছে তোমার গান।

প্রকৃতির টান, নাকি সে এক নকল অভিযান;

হিমের দেশে এসে পেলাম বিপাশার সন্ধান........।


সেই যে প্রথম দেখা,

মানালির এক ছোট্ট হোটেলে একা;

দুর্ভিক্ষের দিনে ,

দিয়েছ পরিত্রাণ।

প্রকৃতির টান, নাকি সে এক বিরল অভিসার,

হিমের দেশে এসে পেলাম বিপাশার সন্ধান........।


তোমার তেজে-ই গ্রীক সম্রাট

রেখেছে তূণীর, দমেছে শেষে।

আমি- ই কি সেই

কত যুগ ব্যাপী মজে আছি আশ্লেষে!

ঝাঁপ দিলে আমি,

নদী পাশ কেটে

জীবন করেছ দান।

প্রকৃতির টান, নাকি সে এক নকল অভিযান;

হিমের দেশে এসে পেলাম বিপাশার সন্ধান........।।

সৌম্য তথাগত।। ২৮ ভাদ্র , ১৪২৩





0 comments
bottom of page