তোমার মৃত্যুর পর।। সৌম্য তথাগত
Updated: Feb 11, 2022
কয়েক বছর আগে
যখন বেঁচে যাওয়া সময়টুকু তোমায় দিতাম;
কফি আর পেঁয়াজিতে দায় মেটাতাম,
সেদিন তোমার প’রিধির আঁচ পাইনি।
এখন কাকভোর থেকে অপরাহ্ন তোমার জন্যে
তার মাঝে পেট চালানোর দায় ,কর্মব্যস্ততা-----
সে নিমিত্ত মাত্র।
তোমার ইতিবৃত্ত, বর্ণাঢ্য রূপ,
মস্তিষ্কের আনাচে কানাচে
মহীরুহ শেকড় ছড়িয়ে জাপটে ধরেছে ।
ফ্রয়েড বইয়ের তাকে একাকী ;
বালিশের পাশে জায়গা করেছে
প্লেটো।।
সৌম্য তথাগত ১৫ ভাদ্র,১৪২৩।।