রাবননামা
Updated: Aug 20, 2020
পশ্চিমের এক রাজ্য মন্দদর । ঐতিহাসিক তাৎপর্য তার অপরিসিম । কালের নিয়মে অবশ্য বিস্মৃতির আড়ালে। এই রাজ্যের রাজকন্যা ছিলেন মন্দোদরী । নামটা যেন কোথায় চেনা -তাই না !
প্রাচীন ভারতের রামায়ণের মূল খলনায়ক-কারোর কাছে আবার আদি ভারতের প্রতিনিধি -যিনি আর্যদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ,আর তার স্ত্রী হলেন মন্দোদরী।

যখন রাম রাবন কে বধ করলেন ...রামের কাছে আসেন মন্দোদরী ...যুদ্ধ তখন শেষ...রাম ওনাকে না চিনেই আশীর্বাদ করেন এক জন সধবা হিসেবে । কিন্তু রাবন তখন মৃত -কিন্তু আশীর্বাদ ফিরিয়ে নেওয়া সম্ভব নয় । তাই রাম আদেশ করেন- যেন রাবনের চিতা জ্বলে সর্বক্ষণ -যাতে মন্দোদরী বিধবা না হন। চিতার আগুন থাকে যতক্ষণ -স্ত্রী বিধবা হন না ।
তাই আজও রাবন কে জ্বালানো হয় -আলোকিত হয় চারদিক -মন্দোদরী আজও হয়তো কোথাও একা আকাশের নিচে ।
কালের নিয়মে শহর হারিয়ে যায়...হারিয়ে যায় সভ্যতা ...সত্যি...গল্প মিশে তৈরি হয় মিথ।
রাতের আকাশে তারা গুলো সব জানে।
আজ গল্প এই অবধি থাকে -আবার এক গল্প অন্য দিন।