top of page

প্রেম - গার্গী

Updated: Jul 13, 2021

প্রেম বিহীন সহাবস্থান,কঠিন চক্রব্যূহ,

ভালোবাসার প্রচার অনেক, অনেকখানি ভুঁয়ো।

সুতোর টানে নাচছে সবাই, পুতুলের মতন,

লাটাই হাতে, ব্যঙ্গ হাসি, হাসছে, দেখো মদন!

নতুন রসের রসদ টুকু, ফুরোচ্ছে অবহেলে,

জানের জেড়ে ফেলল যে ছিপ, কোন সে অচিন জেলে।


পানার উপর পদ্ম না থাক,

ঘেঁটু বড়ই আচ্ছা,

বাঁধন থাকুক অদৃশ্য সব,

জীবন যেন হয় সাচ্চা।।





















Image used for Illustration under Creative Common License.


Poem "Prem" by Gargee © www.hatekhori.net (2020)


Read on the Go. Download our app now : Click Here

bottom of page