top of page

মনকেমন- গার্গী চ্যাটার্জী সান্যাল


ভরসার মেঘ কাঁপে থরথর, তালগাছ নুয়ে পরেনি। নামবে নামবে করে বিকেলে; বৃষ্টি তবুও নামেনি । বৈশাখী ঝড় পাগলের মত আছড়ে পড়তো আগে। নেই বৈশাখ, নেই হাওয়া সেই, বদলে গেছে হয়তো এখন!

মৃদু হাওয়া আর টুকটাক ধুলো ফর্মালিটি মেনে। ঝড় ও এখন বাঁধন মেনেছে...ভীষণ সিস্টেমেটিক ।

জানলা ধারে তবুও দুচোখ, মন ভরে দেখে নীল আকাশ ....

হতাশার কথা নয়ত এসব । পাগলামির বোধহয় ।

বদল হবে; বদলাবে সব। আসবে যখন সময় ।



bottom of page