সন্ধ্যে নামছে ../ সৌম্য তথাগত।।
Updated: Sep 17, 2021
সন্ধ্যে নামছে এ তল্লাটে
বদলে যাচ্ছে তোমার ছবি
রঙ লেগেছে তোমার মুখে
কবির চোখে আরেক কবি।
ঘরফেরা সব পাখির ডাকে
হাজার কূজন, দু:খ জাগে
বিদায় ধ্বনি বাজল বুঝি !
আলো-আঁধারেই তোমায় খুঁজি।
সকাল-দুপুর ছিলেম কোথায় ?
কথা ছিল মধুর যাপন !!
ইটের উপর ইট পেতেছি
আমার প্রাসাদ শুন্য এখন।
ইন্দ্রিয়তেই মুহূর্ত হয়,
ইন্দ্রিয়তেই স্বর্গ-নরক
মরণকালে তোমায় ছোঁব
অন্ধ আমি , স্পর্শকাতর।
সন্ধ্যে নামল এ তল্লাটে
আবছায়াতে তোমার ছবি
ঠোঁট রেখেছি তোমার ঠোঁটে
কবিকে ছোঁয় আরেক কবি।
ঠোঁট রেখেছি তোমার ঠোঁটে
কবিকে ছোঁয় আরেক কবি।।.... ৮ শ্রাবণ, ১৪২৮।।