top of page

শুভ পরিণয়...//সৌম্য তথাগত

Updated: Aug 30


খুঁজে নিয়ে রাস্তা

অজস্র পাতা ফুঁড়ে রোদ ছুঁয়েছে মাটি।

ছাউনি হয়েছে বনস্পতি।

পথিক, হেমন্তে খোঁজে রোদ —

বসন্তে খোঁজে ছায়া।


দাঁড়ের কাছে,

মাঝির কাছে,

নৌকা পরাধীন;

তবু নোঙরের প্রতি

কৃতঞ্জ অপার ।


যেভাবে অলিন্দে ঢোকে হাওয়া ,

যেভাবে জানালায় ঢোকে মেঘ,

যেভাবে অনন্ত গান গাওয়া

কেবল সপ্ত-সুরেতেই,


আমিও ধরা দিলাম..।

----- ২ ভাদ্র, ১৪৩০...।।







1 comment
bottom of page