মদ আনো-অভ্র
Updated: Aug 24, 2020
আপাতত মদ নিয়ে এসো,
খুঁজতে হবে স্ব-স্ব অস্তিত্বকে।
শহরতলীর গলির মুখে কুকুর ডাকুক...
মাথার ওপর আকাশ ভেঙে পড়ার আগে,
মদ নিয়ে এসো বাহারি গেলাসে ভরে।
মদের রঙ হবে বস্তির মতো কালো...
নেশা-পেচ্ছাপ, দুটোই বাড়বে ভক-ভক করে!
চোখে ফুটবে কবিতা-লিপ্ত দেওয়াল,
ভ্যাটের খাবারে মাছি গাইবে ভন-ভন করে!
সঙ্গে আনো কয়েকটা কাটা মাথা, নেশা জমলে রসিয়ে বসাবো দাঁত...
চোখ-কান-গলা ছিঁড়েই ফেলবো প্রায়!
যাও নিয়ে এসো, দেরি ক'রো না... তদবধি না-হয় বিছানায় থাকি শুয়ে;
আসলে নোনা দেওয়ালে বেশি হেলান দিলে,
মেরুদন্ডে ড্যাম্প ধরে যায়!

Image used for illustration - courtesy of Pixabay
(Marked for Reuse with modification)