বীণাপাণিকে লেখা...... সৌম্য তথাগত
যদি কাল মৃত্যু এসে দাড়ায়
তুমি থেকো......।
সহোদরা না থাক,
কাঙাল ছেলের পাশে
তুমি ই থেকো.........।
প্রেম যেদিন মীরন সেজে
হৃদপিন্ড এফোঁড়-ওফোঁড়----
তুমি থেকো....।
তুমি থাকলে,
ধ্বংস শেষে দরবেশ খোঁজা হবে ;
পোড়া বল্কল, রক্ত ঝরিয়ে
জীবনের স্বাদ পাবে।।
কেবল কলম থাকবে হাতের মুঠোয়,
সুর থাকবে কানে,
বাঁচার লড়াই জিতব আমি
তোমার বীণা র তানে....।। ৪ ফাল্গুন, ১৪২৭