top of page

তখন বয়স...-সৌম্য তথাগত

Updated: Jan 3, 2021



তখন বয়েস ,পাক ধরেছে চুলে,

মেরুদণ্ড ঝুঁকিয়ে রেখেছে মাথা ;

এমন সময় হঠাৎ অনুরাগে ,

তোমার কাছে আমার হদিশ রাখা………।।


আমরা তখন ছোট্ট অলিন্দতে ,

মুখোমুখি বসে সূর্যাস্তের লাল ;

গৃহবাসী তাঁর করুণ সন্ধ্যারাগে ,

এ অভিসারে চন্ডীদাসের গান……।


তখন স্থবিরা , মাতাল নেত্রে তুমি ,

একচোখা হয়ে আমার প্রতি চেয়ে ;

এমন সময় হঠাৎ অনুরাগে ,

মুখ থেকে মোর শব্দ এল ধেয়ে ।


ও চোখের সনে কতবেলা গেল ডুবে ,

শেষবেলা দেখি আজও হয়নি যে ফেরা------

বয়েসের চোটে ক্ষতবিক্ষত তুমি

তবু স্তব্ধতা ভাঙি চিৎকারে -----

বলি , “ তুমি সেরা, আজও সেরা-- আজও সেরা“…………।।




Email-durabhas2957@gmail.com


 

1 comment
bottom of page