top of page

কত প্রেম , একলা ফিরেছে বাড়ি//সৌম্য তথাগত।।

Updated: May 8, 2021


কত মানুষ, মানুষ হয়েছে দুর্যোগে----

আপিসে, দূরাভাষে.......;

যদি অনন্ত বাহু থাকত আলিঙ্গনের , করতাম।

অপার্থিব চাওয়া - পাওয়া ধুয়েছে মহামারী ;

প্রেম পর্যায় এসেছে ....।।

কত মানুষ , মানুষ হয়েছে দুর্যোগে---

পাড়ায়, হোয়াটস্ অ্যাপ-এ...;

কেবল যারা প্রতিনিধি বলে দাবি করেছিল,

তাদের এক হাত ছিল অনুগ্রহের,

আরেক হাত ছিল খালি।

কত দেহ, শব হয়েছে দুর্যোগে,

কত প্রেম , একলা ফিরেছে বাড়ি....।...

............... সৌম্য তথাগত....২৪ বৈশাখ, ১৪২৮....।।

0 comments
bottom of page