top of page

একটি নদীর জন্যে....।। সৌম্য তথাগত

Updated: Mar 4




তখন আমি অনেক দূরে যেন তোমার কাছে সবটুকু দিয়ে শেষ । তখন আমার অস্তিত্ব ভুলে, অন্য পুরুষ রেখেছে দরবেশ। তখন আমি মৃত্যুর কাছে এসে মাথা-নত করে রেখেছি তোমার নাম। তুমি তখন জীর্ণর চোখে চোখে, সোমরস আর জীবন করেছ দান। পিয়ানো-খানা বোনের জন্যে রাখা, বইগুলো আমি দিয়ে যাব বন্ধুকে; মায়ের জন্যে রেখে যাব সুখ যত, তোমার জন্যে অবয়ব সিন্দুকে।।...সৌম্য তথাগত..২৪ এপ্রিল ,২০২২



0 comments
bottom of page