top of page

ছন্দপতন.....//সৌম্য তথাগত...

Updated: Mar 30



আমার ছবিতে আগুন লেগেছে পালে,

লতা-পাতাহীন বিস্তৃত ধূলি মাঠ ;

শুকনো নদীর রেখা গেছে কোন পানে;

সন্ধ্যে নামলে পাখির সাম্যবাদ।


আমার ছবিতে ছোট্ট একলা ঘরে

দরজা জানালা অযথাই অস্থির;

দুয়ার পানে একলা প্রতীক্ষায়,

কে যে পথ চেয়ে হারিয়েছে সংবিৎ।


হঠাৎ তোমায় চায়ের দোকানে দেখা ---

হন্যে হয়ে খুঁজেছি তোমার নাম।

কে যেন বলেছে নামে কিবা যায় আসে,

অথচ বুদ্ধের জপে, কৃষ্ণের অভিমান।


তোমার ছোঁয়ায় রঙ লাগে ক্যানভাসে,

বর্ষার তোড়ে প্লাবন হানে নদী...।

একা নৌকা পালহীন ফেরে ঘাটে,

গোধূলীর রঙে ,ছন্দকে পায় কবি।


আমার ছবিতে দুয়ার পানে একা,

যে পথ চেয়ে হারিয়েছে সংবিৎ,

সে কেমন করে তোমার সন্ধানে

সন্ধানী হয়ে চলেছে নতুন দিক।।....

--- সৌম্য তথাগত

চিত্র : সুস্মিতা রায় চৌধুরী


0 comments
bottom of page